আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রীসহ বিক্রয় প্রতিনিধি শাফায়াত হোসেনকে আটক করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর।
শাফায়াত হোসেন মেহেরপুর সদর উপজেলার বারাদী এলাকার আলামীন হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৯ জুলাই), দুপুরের দিকে সদর উপজেলার নূরপুর মোড়ে বিজ্ঞাপন ও প্রচারপত্র বিলি করার সময় হাতে নাতে ধরে আদালত বসিয়ে তাকে এ অর্থদন্ড দেওয়া হয়।
মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম পুলিশের একটি টিমের সহযোগিতায় উপজেলার নুরপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে শাফায়েত হোসেন কে আটক করেন। এসময় তার নিকট থেকে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ (১৩ সালে সংশোধিত) এর ৫ ধারায় তার কাছ থেকে ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উদ্ধারকৃত সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।