Home » মেহেরপুরে জামিন নিতে এসে জামায়াত ইসলামী ও বিএনপি নেতাকর্মী কারাগারে

মেহেরপুরে জামিন নিতে এসে জামায়াত ইসলামী ও বিএনপি নেতাকর্মী কারাগারে

কর্তৃক xVS2UqarHx07
199 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরে নাশকতার মামলায় জামিন নিতে এসে জামায়াত ইসলামী ও বিএনপি’র ১২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৬ জুলাই), বিকেলের দিকে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাহবুবুল আলম, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যান সভাপতি আব্দুর রব মুকুল, জামায়াত ইসলামী কর্মী সাইফুল ইসলাম, রমজান আলী, মহসিন আলী, শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, বিএনপি নেতা আলিহীম ও আব্দুস সালাম কে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৬ মে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে গোপন বৈঠক চলাকালীন সময়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে জামায়াত ইসলামী নেতাকর্মীদের আটক করেন।

উক্ত ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ডি ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যে মামলা নং-২৩।
মামলার পরপরই উক্ত আসামিগণ মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিন প্রাপ্ত আসামিগণের জামিনের মেয়াদ বুধবার শেষ হওয়ায় তিনারা মেহেরপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানান।
চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তিনাদের জামিনের আবেদন না মন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যার পরিপ্রেক্ষিতে বিকেলে তিনাদের কারাগারে পাঠানো হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন