নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে চিকিৎসাধীন অবস্থায় মুনসুর আলী (৫১) নামের এক আসইমর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৫৫ মিনিটে তার মৃত্যু হয়। মনসুর আলী নরসিংদী জেলার রায়পুর উপজেলার আজিজপুর গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি কয়েকদিন আগে মেহেরপুরে এসেছে। একটি মামলায় আটক হয়ে সে মেহেরপুর জেলা কারাগারে হাজতবাসে ছিল।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সূত্রে জানা যায়, মেহেরপুর কারা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় হাজতী মুনসুর আলীকে দুপুরে দিকে হাসপাতালে নিয়ে আসে। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
জেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, মুনসুর আলী সকালের দিকে একটু অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা দেখে দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সারাদিন সে ভালোই ছিল। হঠাৎ মুনসুর আলীর বুকে ব্যাথা উঠে এমন কথা সাথে থাকা জেল পুলিশের একজনকে বলে। পরে রাত ৮ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার সকালে পরিবারের লোকজন আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ।