স্টাফ রিপোর্টার মেহেরপুর:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আতিকুল হক প্রমুখ।

