Home » মেহেরপুরে জেলা প্রশাসকের গাড়িচালক মোমিনুল ইসলামের মেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত

মেহেরপুরে জেলা প্রশাসকের গাড়িচালক মোমিনুল ইসলামের মেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত

কর্তৃক xVS2UqarHx07
322 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হলো তিশা। তিশা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণীর ছাত্রী এবং মেহেরপুরে জেলা প্রশাসকের গাড়িচালক মোমিনুল ইসলামের মেয়ে।

রবিবার তিশা পরীক্ষা দেবার জন্য তার এক ভাইয়ের মোটরসাইকেল যোগে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তিশা পিছন দিক থেকে পড়ে যায়। এরপরে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই পাওয়া ট্রলি তিশাকে চাপা দিলে সে আহত হয়।

তিশা দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তিশার আকস্মিক মৃত্যুতে বামন পাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান তাঁর মরদেহ দেখার জন্য।

০ মন্তব্য

You may also like

মতামত দিন