Home » মেহেরপুরে ট্রাফিক বিভাগ আয়োজিত ড্রাইভারদের সচেতনতা কর্মশালা

মেহেরপুরে ট্রাফিক বিভাগ আয়োজিত ড্রাইভারদের সচেতনতা কর্মশালা

কর্তৃক xVS2UqarHx07
24 ভিউজ

মেহেরপুরে মোটর শ্রমিক ড্রাইভারদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ মেহেরপুরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তিনি ড্রাইভারদের সতর্কভাবে যানবাহন চালানো এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইন যথাযথভাবে মানার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআই (প্রশাসন) আব্দুল হান্নানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেহেরপুর জেলার মোটর শ্রমিক ড্রাইভাররাও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং নিরাপদ ও সচেতন সড়কচালনার ক্ষেত্রে উপদেশ গ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হবে যাতে সড়কে দুর্ঘটনা হ্রাস এবং সচেতন ড্রাইভিং সংস্কৃতি গড়ে তোলা

০ মন্তব্য

You may also like

মতামত দিন