Home » মেহেরপুরে নৈশ প্রহরীকে বেঁধে দোকানে ডাকাতি।

মেহেরপুরে নৈশ প্রহরীকে বেঁধে দোকানে ডাকাতি।

কর্তৃক xVS2UqarHx07
108 ভিউজ

মোঃ আব্দুল হামিদ বার্তা সম্পাদক:

 

মেহেরপুর শহরে নৈশ প্রহরীকে চোখ ও হাত পা বেধে ফেলে রেখে ট্রাক ভিড়িয়ে দোকান থেকে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল, বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে “সোহানা বস্ত্রালয়” নামক একটি কাপড়ের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম জানান, রাত আড়াইটার দিকে দোকান আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই,ভোররাতে একজন নারী মোবাইল ফোনে জানান এই ডাকাতির ঘটনা,সাথে সাথে আমি দোকানে এসে দেখি দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

তিনি জানান, স্থানীয় এক নারী ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন,এসময় তিনি পুলিশকেও খবর দেন।

স্বপন ইসলাম আরো জানান দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রি পিস, শাড়িসহ ১২ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।

বাজারের নৈশ প্রহরী শহিদুল ইসলাম গগন জানান, রাত ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিল,আমি তাঁদের খোঁজ খবর নিতে গেলে তারা আমাকে দেশীয় অস্ত্র বুকে ধরে চোখ-মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখে,পরে কী হয়েছে তা কিছুই দেখেনি

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ভোররাতের দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।

তিনি বলেন, ডাকাত দল অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে,চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে,তবে সাইবার ক্রাইম টিম-সহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে, দ্রুত এ সংঘবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন