নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা পুলিশে কর্মরত নায়েক হতে এএসআই(সঃ) এ পদোন্নতি লাভ করায় র্যাংক ব্যাজ পরিধান করিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের অফিস কক্ষে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম তাদেরকে র্যাংক ব্যাজ পরিধান করিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় সেবার মান অধিকতর উন্নীতকরণের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম তাদেরকে বিভিন্ন মূল্যবান দিক নির্দেশনা প্রদানসহ তাদের উজ্জ্বল ভবিষ্যত ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।