Home » মেহেরপুরে পুলিশ লাইনে মাঠে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণের আয়োজন করা হয়

মেহেরপুরে পুলিশ লাইনে মাঠে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণের আয়োজন করা হয়

কর্তৃক xVS2UqarHx07
133 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দিতে পুলিশ সদস্যদের অভ্যন্তরীন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে মাঠে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রবিবার সকাল পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের নির্দেশনা অতিরিক্ত পুলিশ জামিরুল ইসলামের তত্ত্বাবধানে মেহেরপুর জেলার বিভিন্ন থানা, ক্যাম্প,ফাঁড়ী, পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যরা রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং অনুশীলনে অংশগ্রহণ করে।

প্রশিক্ষণের উদ্দেশ্যে হচ্ছে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করে কোন নির্দিষ্ট বিষয়ে যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি সাধন করা। সঠিক প্রশিক্ষন গ্রহণকারী ব্যক্তিই শত্রুপক্ষের অভিসন্ধি রপ্ত এবং তাৎক্ষনিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম। আর এ জন্য উত্তম প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষনের মাধ্যমে শারীরিক ও মানসিক ক্ষিপ্রতা, পেশীর ক্ষিপ্রতা, ফুসফুসের শক্তি, সহনশীলতা, দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং প্রতিপক্ষের কৌশল ও মনোভাব অনুধাবনের যোগ্যতা অর্জিত হয়। সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারী সম্পত্তি রক্ষায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

০ মন্তব্য

You may also like

মতামত দিন