Home » মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগ এক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগ এক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
134 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় শামীম মল্লিক নামের এক মাদক ব্যবসায়ীর ৬ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো ৬ মাসে কারাদন্ডদেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন সাজাপ্রাপ্ত শামীম মল্লিক মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের ইউসুফ মল্লিক এর ছেলে। মামলার বিবরনে জানা গেছে ২০১৫ সালের ৩ আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এএসআই আবু তাহেরর নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর পিকনিক কর্নার এলাকা থেকে ৭২ বোতল ফেনসিডিল সহ শামীম মল্লিককে গ্রেপ্তার করেন। ওই ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার জি আর নং ৩২৪/১৫। স্পেশাল ট্রাইবুনাল কেস নং ৩০/২০১৫।

পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী শামীম মল্লিক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড। ২০ হাজার টাকা জরিমানা। অনাদায় আরো ৬ মাসে কারাদন্ডদেশ দেন।মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক। এবং আসামি অ্যাডভোকেট আব্দুল আলিম কৌশলী ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন