Home » মেহেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক ajkermeherpur
41 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর;

বিশ্ব এইডস দিবস-২০২৫ উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

হাসপাতালের সুপার ডা. বুলবুল কবিরের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন ডা. অলোক কুমার দাস, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, মেহেরপুর নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি চামিলি খাতুনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ।

র‍্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাসপাতালের সুপার ডা. বুলবুল কবির ও ডা. অলোক কুমার দাস। তারা এইচআইভি/এইডস প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বক্তারা বলেন, এইডস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, নিরাপদ আচরণ মেনে চলতে হবে এবং এইচআইভি পরীক্ষাকে লজ্জা নয়, বরং দায়িত্ব হিসেবে নিতে হবে। তারা আরও জানান, ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার, সঠিক তথ্য প্রচার এবং সময়মতো পরীক্ষা ও পরামর্শ নিলে এইচআইভি/এইডস নিয়ন্ত্রণ করা সম্ভব।

এসময় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন