মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে ভারতীয় মদ(ব্লাক ডিলাক্স হুইস্কি)সহ সালমান হোসেন(২৫) নামের এক মাদক কারবারি কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে আটক করে। আটককৃত সালমান হোসেন সদর উপজেলার হরিরামপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর পৌরসভা দিন চুলকানি বাজার এলাকায় ভারতীয় মদ(ব্লাক ডিলাক্স হুইস্কি) নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সালমান হোসেনকে আটক করে। এ সময় তার কাছে থেকে এক বোতল ভারতীয় মদ(ব্লাক ডিলাক্স হুইস্কি) উদ্ধার করে। আটককৃত সালমান রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।