Home » মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে পালিয়ে গেল সিগারেট ব্যবসায়ীরা

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে পালিয়ে গেল সিগারেট ব্যবসায়ীরা

কর্তৃক xVS2UqarHx07
111 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

সু-সজ্জিত গেট, বাহারি নাস্তা, রকমারি শুভেচ্ছা উপহার, সাথে ভুরিভোজের আয়োজন প্রায় সম্পন্ন। কিন্তু সবকিছুই ভেসতে গেল। কারণ ততক্ষণে পৌঁছে গেছে ভ্রাম্যমান আদালতের একটি দল। ঘটনাস্থল ছিল মেহেরপুর পৌর ঈদগা গেটের ঠিক পাশেই কুটুমবাড়ি রেষ্টুডেন্টে।

সরকারি আইন অমান্য করে জাপান টোব্যাকো কোম্পানির নতুন সিগারেটের লঞ্চ ইভেন্টে প্রচার ও বিজ্ঞাপনের জন্য মেহেরপুর জেলার সিগারেট ক্রয়কারী রিটেইলারদের আমন্ত্রণ জানিয়ে মেহেরপুর পোর ইদগা মােড়ের,কুটুমবাড়ি রেস্টুরেন্টকে সাজিয়ে সকলকে হাজির করে। অনুষ্ঠান পরিচালনার কাজ শুরু করে।

সংবাদ পেয়ে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল বাকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হাজির হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল বাকীর গাড়িটি কুটুমবাড়ির সামনে দাঁড়াতে না দাঁড়াতেই মুহূর্তের মধ্যে আয়োজক জাপান টোবাকোর কর্মকর্তা, সিগারেট ব্যবসায়ীরা যে যার মতো দৌড়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যাই। এসময় সেখানে কয়েকজন বাবুর্চি এবং হোটেল মালিকসহ কয়েকজনের উপস্থিতি দেখা যায়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল বাকী হোটেল মালিককে জিজ্ঞাসা করলে তিনি জানান, এখানে পিকনিকের আয়োজন চলছিল। তবে কি কারণে সবাই দৌড়ে পালিয়ে গেল সে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন