Home » মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
247 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর ভৈরব নদে অনুষ্ঠিত মহান বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর ভৈরব নদের কিনারে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম ,সদর থানার ওসি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন, বারদী ইউনিয়ন, আমদাহ ইউনিয়ন, বুড়িপোতা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়ন অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পিরোজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন, বারদী ইউনিয়ন রানারআপ, বুড়িপোতা ইউনিয়ন তৃতীয় স্থান অর্জন করে। এর আগে সদর উপজেলা ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন