নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের খাবার রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া ও মুজিবনগর দুটি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের খাবার রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের অন্যদের মধ্যে সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।