আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে মেয়াদবিহীন অনিরাপদ, মানসম্পন্ন নয় এরুপ বিভিন্ন রকমের শিশুদের খাদ্য ,কিংখানের মাথাই নষ্ট, রিং চিপস, কালারিং কদমা,ছড়ালিচু, খেলনা,টুলি চকলেট,কাটি লজেন্স,হজমীসহ বিপুল পরিমাণ অনিরাপদ খাদ্য সামগ্রী জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা রাজাপুর আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম) মশিউর এর দোকানের কাছে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে মেহেরপুর শহরের আব্দুল আজিজ ছেলে কানন এবং রহমত উল্লাহ ছেলে নুরুল ইসলামের কাছ থেকে মেয়াদবিহীন অনিরাপদ, মানসম্পন্ন নয় এরুপ বিভিন্ন রকমের শিশুদের খাদ্য ,কিংখানের মাথাই নষ্ট, রিং চিপস, কালারিং কদমা,ছড়ালিচু,খেলনা,টুলি চকলেট,কাটি লজেন্স,হজমী বিপুল পরিমাণ অনিরাপদ খাদ্য সামগ্রী জব্দ করার পর সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।