আমঝুপি অফিস:
মেহেরপুরের বারাদী-গাংনী সড়কে মোটর সাইকেল পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে মোঃ জাকিরুল ইসলাম (২২) ও সজিব ইসলাম নামের দুই জন আহত হয়েছে। আহতদেরকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত মোঃ জাকিরুল ইসলাম গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের মোঃ শাহাদাত আলীর ছেলে এবং মোঃ সজীব ইসলাম একই গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে।
জানা গেছে ঘটনার সময় মোঃ জাকিরুল ইসলাম ও সজিব ইসলাম মোটর সাইকেল যোগে ভাটপাড়া থেকে আমঝুপি আসার পথে বারাদী কলোনী পাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।