আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর শহরের সহিউদ্দীন ডিগ্রী কলেজের সামনের লিচু বাগান থেকে মনোয়ার হোসেনের (৪০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। মনোয়ার হোসেন মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ড মাঠপাড়ার গোলাম মোস্তফার ছেলে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সহিউদ্দীন ডিগ্রী কলেজের সামনে তালতলির মাঠে নিহতর নিজ লিচু বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাই শিমুল হোসেন জানান, বড় ভাই মনোয়ার হোসেন দীর্ঘদিন মানসিক রোগে আক্রান্ত ছিলেন।
তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। সকালের দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে মাঠের লোকজন তার মৃত দেহ ঝুলতে দেখে আমাদের খবর দেন। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করেন।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জুলফিকার আলী জানান, পরিবারের লোকজন জানিয়েছেন মনোয়ার হোসেন মানসিক রোগী ছিলেন। তাই সে আত্মহত্যা করতে পারে। তবে এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।