মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জেলা জজ কোর্টের এপিপি মিনা পাল ও শাহিন নামের দুইজন আহত হয়েছে। আহত দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে। আহত এপিপি মিনা পাল মেহেরপুর শহরের কাসাঁরিপাড়া এলাকার কানাই লাল করের সহধর্মিনী এবং শাহিন গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে দুপুরের দিকে মীনা পাল কোর্ট থেকে রিক্সা যোগে বাড়ি যাবার পথে মেহেরপুর পৌর ভূমি অফিসের সামনে একই দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান রিক্সা কে ধাক্কা দিলে মীনা পাল রিকশা থেকে ছিটকে পড়ে আহত হন। তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এদিকে একই দিনে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের শাহীন বাড়ি থেকে বের হয়ে গাংনী যাবার সময় চৌগাছা বড় মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।