আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিন বিশ্বাসকে ‘বাংলাদেশ সরকারের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ ‘ স্বাধীনতা পদক -২০২২ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে কৃতিত্বপূর্ণ পুরষ্কার প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “স্বাধীনতা পদক-২০২২ তুলে দেন। ” মরহুম ছহিউদ্দীন বিশ্বাসের পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এম.পি তার পিতার পক্ষে পুরস্কার গ্রহণ করেন।