Home » মেহেরপুরে সার না পেয়ে ডিলারের বিরুদ্ধে শতাধিক কৃষকের বিক্ষোভ

মেহেরপুরে সার না পেয়ে ডিলারের বিরুদ্ধে শতাধিক কৃষকের বিক্ষোভ

কর্তৃক ajkermeherpur
127 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও সার না দেওয়া এবং কালোবাজারি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সদর উপজেলার সুবিদপুর গ্রামের সার ডিলার কেনেডির বিরুদ্ধে রবিবার সকালে বিক্ষোভ করেছেন কুতুবপুর ইউনিয়নের কৃষকরা।
সকাল সাড়ে ১০টার দিকে কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে ট্রাক ও ভ্যানযোগে শতাধিক কৃষক মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এসে জড়ো হন। তারা কেনেডির ডিলার বাতিল করার স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানান, ডিলার কেনেডি নিয়মিত বরাদ্দ পাওয়া সত্ত্বেও তাদের কাছে সার বিক্রি করেন না। বিশেষ করে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার চাইলে তিনি নানা টালবাহানা করেন। তবে মূল্যর চেয়ে অতিরিক্ত টাকা দিলে সার পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্যে আমরা সার পাই না। এতে চলমান রবি মৌসুমের চাষাবাদে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। তাই কেনেডির ডিলার বাতিলের দাবি করেন তারা।

পরে কৃষক প্রতিনিধিরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলামের কাছে গিয়ে অভিযোগ দেন। ইউএনও কৃষকদের অভিযোগ শুনেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।

কৃষকরা জানান, সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন