নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সিটি ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছ। শনিবার বিকালে সিটি ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম সরদার সিটি ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মতিউর রহমান। পরে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী জয়লাভ করেছে। খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী টাইব্রেকারে ৫-৪ গোলে কুষ্টিয়ার ছত্রগাছা একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় বিজয়ী দলের পক্ষে শামীম, জিহাদ, রাজা, আকাশ ও শিমুল একটি করে গোল করেন। ছত্র গাছার পক্ষে সুমন, আজমল, তপন এবং জীবন একটি করে গোল করেন।