নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে প্রকাশিত স্মারকপত্র ‘সুবর্ণরেখা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে ‘সুবর্ণরেখা’র মোড়ক উন্মোচন করা হয়।আবদুল্লাহ আল আমিন ধূমকেতুর সম্পাদিত সুবর্ণরেখা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর শফিউল ইসলাম সরদার। উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, খুরশিদ আলম, খসরু ইসলাম, কাবিল উদ্দিন, ফুয়াদ খান, মঈনুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ।