Home » মেহেরপুরে হেরোইনসহ দেবর ভাবিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ

মেহেরপুরে হেরোইনসহ দেবর ভাবিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
247 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে ০৫ গ্রাম হেরোইনসহ দেবর ভাবিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া আর মৃত আব্দুর রহমান খাঁ’র ছেলে শামীম খাঁ(৪০) ও তার আপন ভাবি রায়হান খাঁ’র স্ত্রী শাহানাজ বেগম(৪৬)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম নিউজ গাংনীকে জানান, মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার,এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শামিম খাঁ’র কাছ থেকে ০৩ গ্রাম ও শাহনাজ বেগম এর কাছ থেকে ০২ গ্রাম হেরোইন উদ্ধার করে।তিনি আরো জানান,শামিম খাঁ ও রায়হান খাঁ এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত।রায়হান খাঁ জেলখানা থাকায় তার স্ত্রী সাহানাজ বেগম ও শামীম খাঁ রমরমা ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটককৃত শামীম খাঁ বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৫টি মাদক মামলা রয়েছে।

আটককৃত শামিম খা ও তার ভাবি শাহানাজ বেগম’র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন