নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের মাঠ থেকে সালাম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালাম সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের মরহুম আবুল কালাম বিশ্বাসের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাটকেলপোতা গ্রামের খয়রামারি খালসংলগ্ন রমজান আলীর ছেলে হকার জমির কাঁঠাল গাছে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখা যায়। পরে বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
স্থানের সূত্রে জানা যায়, প্রায় ৩-৪ মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন সালাম। ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে এসআই রেজাউল করিম বলেন, “ঘটনাস্থল থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।”