মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে ৫ম ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক– মোহাম্মদ ফরহাদ হোসেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ( এজিএম-এমএচ) শ্রী নিবাস চন্দ্র দাস সহকারী অধ্যাপক মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ– ফারুক হোসেন সভাপতি মেহেরপুর প্রেসক্লাব প্রমূখ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনীতিক বীদরা পুস্পমাল্য অর্পণ করেন।