নিজস্ব প্রতিবেদক:
ইং-২৫/০৮/২০২১ তারিখ রাত ২০.৩৫ ঘটিকায় এস আই মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) মো: আহসান হাবীব, সহ মেহেরপুর থানার পৌরসভাধীন গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী (১)মোঃ তাইজুল ইসলাম @ তাইজেল (৪৮) পিতা মৃত ইছার উদ্দিন শেখ সাং বাসস্ট্যান্ড পাড়া (২) মোঃ খাইরুল ইসলাম @ মিলন (৩৯) পিতা পিতা মৃত ফোরকান আলী বিশ্বাস সাং গোরস্থান পাড়া উভয় থানা ও জেলা মেহেরপুরদেরকে ০৫( পাঁচ ) গ্রাম হেরোইন সহ আটক করেন। তাহাদের উভয়ের বিরুদ্ধে দুইটি ও পাঁচটি মাদকের মামলা বিচারাধীন আছে।