Home » মেহেরপুর কাজিপুর সীমান্তে ২০ বোতল মদ ও ৫৭০ পিস ট্যাবলেট উদ্ধার।

মেহেরপুর কাজিপুর সীমান্তে ২০ বোতল মদ ও ৫৭০ পিস ট্যাবলেট উদ্ধার।

কর্তৃক ajkermeherpur
20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের সীমান্ত কাজিপুর বিওপির সীমান্ত এলাকায় বিজিবির অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ ও ৫৭০ পিস সিলডিনাফিল ট্যাবলেট জব্দ করা হয়েছে। অভিযানটি ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে সুবেদার সাহাবুদ্দিনের নেতৃত্বে সীমান্ত পিলার ১৪৬/৩-এস এর নিকটস্থ কাজিপুর বর্ডার পাড়া মাঠে পরিচালিত হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, এই অভিযানে আটকদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত মালামাল মাদক স্টোরে জমা রাখা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন