আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলার সংরক্ষিত পুলিশ পরিদর্শক ( আর আই) শাহনুর ইসলাম অন্যত্র বদলি হাওয়াই তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শাহানুর ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী আর আইকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার বিদায়ী আর আই শাহিনুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।