মেহেরপুর প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মেহেরপুর জেলা এনসিটিএফ সদস্যরা।
রবিবার দুপুরের দিকে সদর উপজেলা নিবার্হী অফিসারের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন মেহেরপুর জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।এবং তাদের সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন।
উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপনসহ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, মেহেরপুর জেলা এনসিটিএফ’র সাবেক সভাপতি ও মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এসএ মেহরাব হোসেন, জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমি, সাধারণ সম্পাদক নুসরাত শারমিন, যুগ্ম সম্পাদক রামি কাউসার, চাইল্ড পার্লামেন্ট রাফি,মেহেরপুর জেলা এনসিটিবির ভলেন্টিয়ার আব্দুল মান্নাফ মান্না প্রমূখ উপস্থিত ছিলেন।