আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান চালিয়ে ২টি ইটভাটায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতার মোড় এলাকার ২ টি ইটভাটায় অভিযান চালানো হয়।অভিযানে মূল্য তালিকা না থাকা এবং ইটের পরিমাণ কম থাকায় ২ জন ভাঁটা মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে ইটের মূল্য টাঙ্গানো না থাকার কারণে এবং ইটের সঠিক মাপ না থাকায় ভাটা মালিক আজিমুদ্দিনের নিকট থেকে ৩৮ এবং ৪৮ ধারায় ৬০ হাজার টাকা এবং আবদুল মুহিদের নিকট থেকে ৩৮ ধারায় এবং ৪৮ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।