নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভারভ্যান,ট্রাঙ্কলরি(দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপ ও ইউনিয়নের অর্থ আত্মসাৎ এর অভিযোগে গঠনতন্ত্রের ২৫ ধারা মোতাবেক কুতুবউদ্দিন বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভারভ্যান,ট্রাঙ্কলরি(দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক শ্রমিক ইউনিয়নের ১৩৯-২৫-২ স্মারক সূত্রে জানা গেছে ৬/১/২০২৩ তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় কুতুবউদ্দিন বাবুর বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপ ও ইউনিয়নের অর্থ আত্মসাৎ এর অভিযোগ সমূহের কারণ দর্শানোর জন্য জবাব চেয়ে ১৭/১/২০২৩ দ্বিতীয়বারের মতো পত্র দেওয়া হয়। ঐ পত্রের কোন জবাব না পেয়ে ৫ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। এবং অভিযোগ সমূহ তদন্ত করা হয়। তদন্তপূর্বক অভিযোগ সমূহ সত্য প্রমাণিত হয়।
পরবর্তীতে ৯/২/২০২৩,১১/২/২০২৩,১৩/২/২০২৩,১৭/২/২০২৩ তারিখের সভায় উপস্থিত হওয়ার জন্য চিঠি দেওয়া হলেও কুতুবউদ্দিন বাবু ঐ সকল সভায় যোগদান না করায় পরবর্তীতে ইউনিয়নে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ২৫ ধারায় কুতুবউদ্দিন বাবুকে বহিষ্কার করা হয়। এবং ইউনিয়নের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।