নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত আইজিপি যুব কাপ কাবাডি প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ ৩৭-৭ পয়েন্টে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে। খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশের মাসুম বিল্লাহ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম,সদর থানার ওসি শাহ দারা খান, ডিবির ওসি জুলফিকার আলী প্রমূখ উপস্থিত ছিলেন।