নিজস্ব প্রতিবেদক:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ এবং মৌন মিছিল করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে জেলা বিএনপি’র উদ্যোগে মেহেরপুর কলেজ মোড়ে শহীদ স্মৃতিসৌধ শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বিএনপি’র পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন। এর আগে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি মৌন মিছিল বের করা হয়।
মাসুদ অরুনের নেতৃত্বে মৌন মিছিল টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মৌন মিছিলে অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।