নিজস্ব প্রতিবেদক:
জেলহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সফুরা খাতুন। পরে সেখানে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।