Home » মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
197 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোটদান পর্ব শুরু হয়। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ৩ হাজার ৯৪৭ জন ভোটারের মন জয় করতে ১৫ পদের বিপরীতে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ মোট ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে কারীদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি আহসান হাবীব সোনা, সোহেল আহমেদ, এম এ কুদ্দুস।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মতিউর রহমান, মনিরুল ইসলাম। কার্যকরী সভাপতি পদে নজরুল ইসলাম, উজ্জাল হোসেন। সহ-সভাপতি পদে মাহবুব এলাহী, শিমুল হোসেন, শাহিন আলী টুটুল।যুগ্ম সম্পাদক পদে আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সবুজ। সহ-সম্পাদক পদে এরশাদ আলী, বকুল শেখ, সাজেদুর রহমান সাজু। সাংগঠনিক সম্পাদক পদে রমিজ উদ্দিন, আব্দুর রহমান হোঙল, শাহিন আলী। সহ-সাংগঠনিক সম্পাদক পদে চাঁদ আলি, বকুল শেখ, রমজান আলী, শহীদুল ইসলাম খোকন, শেরেগুল ইসলাম।

শ্রমিক কল্যাণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, খায়রুল ইসলাম, মমিন, মাহবুব হোসেন রিপন, রেজাউল হক। কোষাধ্যক্ষ পদে আজিজুল হক,আফসারুল হক, মিন্টু। প্রচার সম্পাদক পদে ইয়ারুল ইসলাম, সেন্টু সেখ। লাইন সম্পাদক পদে আবুল বাশার পলাশ, বিপুল শেখ, মুন্না, মুরসালিন, সোহেল রানা সজীব। এবং নির্বাহী সদস্য পদে আতিয়ার রহমান, আনারুল ইসলাম, আন্নাচ আলী, খবিরুল ইসলাম, তুহিন, নুর ইসলাম, বাচ্চু, মাহিন শেখ ও শরিফুল ইসলাম।

এদিকে নির্বাচনকে ঘিরে সকাল থেকেই মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ভোটার এবং প্রার্থীরা মিছিলে মিছিলে মুখরিত করে রেখেছে। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করছেন অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। মোট ৫০ টি বুথে ভোটগ্রহণ চলছে।সকাল ৮ টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটদান পর্ব চলবে। এদিকে নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন