নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলা হেযবুত তওহীদের কৃষি প্রজেক্ট পরিদর্শন করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট ভোলারদাড় মাঠের কৃষি প্রজেক্ট পরিদর্শন করেন তিনি।
হেযবুত তওহীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, শুধু মাঠে নয় বাড়ির আঙ্গিনাও কৃষি উৎপাদনের আওতায় আনতে হবে। বাড়ির মা বোনদের সতেজ সবজি উৎপাদনেরও পরামর্শ দেন তিনি।
মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলাম মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান করোনা মোকাবেলায় দেশের খাদ্য ঘাটতি পূরুনে হেযবুত তওহীদ আন্দোলনের এমাম হুসাইন মোহাম্মদ সেলিম এর নির্দেশ মোতাবেক সারা দেশে হেযবুত তওহীদের সদস্যরা কৃষি কাজে আত্ম নিয়োগ করেছে। সারা দেশের ন্যায় মেহেরপুর জেলা হেযবুত তওহীদ সেই নির্দেশনা বাস্তবায়নে পুরোদমে মাঠে নেমেছে। ইতোমধ্যে প্রায় ১০০ বিঘা জমি কৃষি কাজের আওতায় আনতে সক্ষম হয়েছে। কৃষি জমিগুলোতে ধান, পাট, কলাসহ বিভিন্ন প্রকার মৌসুমী ফসল উৎপাদন করছি। এছাড়া মৎস চাষ, গরু পালন কার্যক্রম চলছে। আগামীতে আরো ব্যাপক ভাবে কৃষি উৎপাদন বাড়ানো আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, বামন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কোমল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক আফরোজা খাতুনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।