Home » মেহেরপুর থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে আটলান্টিকা আবাসিক হোটেলে নারীসহ ৩ জন গ্রেফতার

মেহেরপুর থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে আটলান্টিকা আবাসিক হোটেলে নারীসহ ৩ জন গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
172 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মেহেরপুরের ওয়াপদা সড়কে আটলান্টিকা আবাসিক হোটেলে ও রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে কিয়াম উদ্দিন এবং সদর উপজেলার হিজুলীর এনামুল হকের মেয়ে মোছাঃ সন্ধা খাতুনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

বুধবার গভীর রাতে হোটেল আটলান্টিকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ও ডিবি’র ওসি সাইফুল ইসলামের যৌথ নেতৃত্বে হোটেল আটলান্টিকায় অভিযান চালানো হয়। এ সময় হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে কিয়াম উদ্দিন এবং হিজুলীর এনামুল হকের মেয়ে মোছাঃ সন্ধা খাতুনকে আটক করে। পরে বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। আটকদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন