নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপােতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের একটি মাঠ থেকে তফাজ্জেল হােসেন নামের এক ছাগল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ কন্যা সন্তানের জনক তফাজ্জেল হরিরামপুর গ্রামের খােদা বকসের ছেলে।
আজ সােমবার সকাল ১১টার দিকে হরিরামপুর গ্রামের একটি মাঠ থেকে তফাজ্জেল হােসেনের লাশ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, তফাজ্জেল রবিবার দিবাগত রাতে বাড়িতে বাইরে গিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত সে বাড়ি না আসায় তার পরিবারের লােকজন খােঁজাখুজি করে। পরের দিন সােমবার সকালে কৃষকরা মাঠে গিয়ে দেখে তফাজ্জেল হােসেনের গলাকাটা লাশ পড়ে রয়েছে।
পারিবারিক সূত্র জানায়,তফাজ্জেলের কাছে ব্যবসার বেশ কয়েক হাজার টাকা ছিল। টাকার জন্য পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান,তফাজ্জেল হােসেনকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার দুটি চােখ উপড়ে ফেলেছে সন্ত্রাসীরা। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।