Home » মেহেরপুর শহরে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুর শহরে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কর্তৃক xVS2UqarHx07
61 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুর শহরে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও একাধিক মোটরসাইকেল চালককে সতর্ক করা হয়েছে।

 

রবিবার দুপুরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের সামনে এই চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ওয়ালীউল্লাহ। তার সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট মামুন এবং সেনাবাহিনীর ও ট্রাফিক পুলিশের একটি দল।

 

চেকপোস্ট অভিযানে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরিধান করা হয়েছে কি না, তা পরীক্ষা করা হয়। যাদের কাগজপত্র সঠিক ছিল না বা হেলমেট ছাড়া চলাচল করছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

বিশেষভাবে, উঠতি বয়সী বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাদের মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক নিয়ম কার্যকর করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন