নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মাঠ থেকে উদ্ধার হওয়া অসুস্থ বাজপাখিটিকে চিকিৎসা শেষে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর বন বিভাগ থেকে বাজ পাখিটিকে অবমুক্ত করা হয়।
মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসটি হামিম হায়দার উপস্থিত থেকে বাজ পাখিটিকে মুক্ত আকাশে ছেড়ে দেন। সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মাঠ থেকে আহত অবস্থায় বাজপাখিটি অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে মদনাডাঙ্গা গ্রামের মোহাম্মদ খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি বাজপাখিটে উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসেন। পরে মেহেরপুর থানা থেকে বাজ পাখিটিকে চিকিৎসার ব্যবস্থা করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।