Home » মেহেরপুর সদর উপজেলা দুইটা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন

মেহেরপুর সদর উপজেলা দুইটা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন

কর্তৃক xVS2UqarHx07
236 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এরমধ্যে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ১জন এবং কুতুবপুর ইউনিয়নের ২ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

নির্বাচনী আইন অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেলে তার জামানত ফেরত পাবেন। এর নিচে ভোট পেলে সে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

সে ক্ষেত্রে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বুড়িপোতা ইউনিয়নের মোট ৩০ হাজার ৪৭৪ জন ভোটারের মধ্যে ২৪ হাজার ৭২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে আমিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ১২৬ টি। তার ভোটের প্রাপ্ত শতকরা হার ০.৬০%। এদিকে কুতুবপুর ইউনিয়ন মোট ৩৪ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে ২৮ হাজার ৮৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আব্দুর রশিদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পান মাত্র ১৮৩। যা তার প্রাপ্ত ভোটের ০.৬৪%। কুতুবপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন রোকনুজ্জামান। তিনি ভোট পেয়েছেন ৬৩৬ টি। যা তার প্রাপ্ত ভোটের ২.২২%।

০ মন্তব্য

You may also like

মতামত দিন