আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম আনারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে ইন্সপেক্টর অপারেশন জাহাঙ্গীর সেলিম শহর সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার আশরাফপুর গ্রামে আনারুল ইসলাম চেয়ারম্যানের ভাটায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে যার মামলা নং ২০/-২৮/৮/২০২৪।