নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা পরিষদ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা বি সি এস আই আর এর উদ্যোগে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম,লতিফন নেছা লতা।
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ড মোহাম্মদ সেলিম খান। সেমিনারে সুষম খাদ্য স্পিরুলিনা বিষয়ের উপর আলোচনা করেন সায়েন্টিফিক অফিসার লিটন মুন্সি, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার মোঃ আহসান হাবীব, আজিজুল হক, মোতালেব হোসেন, গোলাম মোস্তফা, শহিদুল আকবর। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মেহেরপুরের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেওয়া হয়। পরে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।