Home » মেয়াদ আরও ৬ মাস বাড়লমনির হায়দার।

মেয়াদ আরও ৬ মাস বাড়লমনির হায়দার।

কর্তৃক ajkermeherpur
21 ভিউজ

আমঝুপি অফিস:
নিউজ প্রতিনিধি:

চুক্তিভিত্তিতে নিয়োজিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। নতুন মেয়াদ আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগের চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দারকে এই পদে প্রথমবার নিয়োগ দেওয়া হয়েছিল। তখন শর্ত ছিল— অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না। নতুন নিয়োগেও একই শর্ত বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন