Home » যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির

যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির

কর্তৃক ajkermeherpur
46 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার চেষ্টা করে, দেশের সচেতন জনগণ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। তিনি আরও দাবি করেন, দেশের যুব সমাজের রক্ত ও ত্যাগের সঙ্গে ৮ দলের অবস্থান সামঞ্জস্যপূর্ণ এবং এর বিপরীতে যারা দাঁড়াবে, জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, “আমাদেরকে নানা শক্তির ভয় দেখানো হয়—অমুক দেশ, তমুক দেশ। কিন্তু ইসলামি ও দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসিমুখে ফাঁসিও বরণ করতে পারে। আমরা ভয় করি কেবল আল্লাহকে; অন্য কাউকে পাত্তা দিই না।”দেশের ওপর কোনো “দাদাগিরি” মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ চলবে আল্লাহর বিধান ও জনগণের সিদ্ধান্ত অনুযায়ী। যারা প্রশাসনিক ক্যু’র মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের উদ্দেশে তিনি বলেন—“সে সূর্য এ দেশে আর উঠবে না।”

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদের বয়কট করবে জনগণ। আর খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন, গণভোটে ‘না’-এর পক্ষে যারা অবস্থান নেবে, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন