নিজস্ব প্রতিনিধি:
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডি ফ্যাক্টো সেনাপ্রধান হাইথাম আলী তাবাতাবাঈকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
রবিবার (২৩ নভেম্বর) দেশটির রাজধানী বৈরুতে এ হামলা হয়।
প্রথমে শুধু হামলার কথা জানা গেলেও পরবর্তীতে ইসরায়েল জানায় তাবাতাবাঈকে টার্গেট করা হয়েছে।
হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাশেমের পরই তাবাতাবাঈয়ের অবস্থান ছিল। তাকে হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিবেচনা করা হয়।
হিজবুল্লাহর সামরিক বিষয়গুলো পরিচালনা করা ছিল তাবাতাঈয়ের মূল কাজ। তিনি সংগঠনটির বিশেষ বাহিনী রাদওয়ান ইউনিট পরিচালনা করেছেন। এছাড়া ইসরায়েল সীমান্ত পর্যন্ত থাকা হিজবুল্লাহর তিনটি গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলের (নাসার, আজিজ এবং বদর) দেখভালও তিনি করেন। সিরিয়া এবং ইয়েমেনের যুদ্ধেও তিনি সক্রিয় ছিলেন, এমনকি ইয়েমেনের হুথি যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও তার সম্পৃক্ততা ছিল।
বিস্তৃত সামরিক অভিজ্ঞতা থাকায় হিজবুল্লাহতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিণত হন তিনি। বিশেষ করে ইসরায়েলি হামলায় অনেক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর তার গুরুত্ব বেড়ে যায়।
তাবাতাবাঈর ওপর হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছেন যুদ্ধপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ দখলদার জানায়, হিজবুল্লাহর পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন তাবাতাবাঈ।
গত বছর হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিশেষ করে সীমান্ত এলাকায় বিরামহীন হামলা চলছিল। কিন্তু এরমধ্যে আজ বৈরুতে হামলা হয়েছে। সর্বশেষ বৈরুতে গত জুলাইয়ে বোমাবর্ষণ করেছিল দখলদার ইসরায়েল। ওই সময় পূর্বসতর্কতা দিয়ে কয়েকটি ভবনে হামলা চালায় তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল

