Home » শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় মেহেরপুরে ছাত্রশিবিরের দোয়া মাহফিল

শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় মেহেরপুরে ছাত্রশিবিরের দোয়া মাহফিল

কর্তৃক ajkermeherpur
60 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখা।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় মেহেরপুর জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও পৌর আমির সোহেল রানা ডলার, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, পৌর সভাপতি আবু রায়হান, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান অনিক এবং সদর পশ্চিম থানা সভাপতি হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন