মেহেরপুর প্রতিনিধি:
শেখ হাসিনার হাতটি ধরে “পথের শিশু যাবে ঘরে”এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুজিবনগর শিশু পরিবারে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।
পিঠা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় মুজিবনগর কমপ্লেক্স শিশু পরিবারের আয়োজনে, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এ অবস্হিত সরকারী শিশু পরিবার প্রাঙ্গনে এই পিঠা উৎসবের উদ্বোধন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খান । পরে সেখানে শিশু পরিবারের সদস্যদের নিয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত)কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি,মুজিবনগর থানা ইনচার্য (ওসি) মেহেদি রাসেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। পিঠা উৎসবে শিশু পরিবারের এতিম শিশুদের বিভিন্ন রকমের শীতের পিঠা তৈরি করে খাওয়ানো হয়।