Home » সংবাদিক হাসিবুর রহমানের হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধ

সংবাদিক হাসিবুর রহমানের হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধ

কর্তৃক xVS2UqarHx07
203 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ গ্রহণ করে শিক্ষক,সমাজ-সেবক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, সমাজ-সেবক রফিকুল ইসলাম পথিক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, সাংবাদিক হারুন-অর রশীদ,প্রভাষক আবু সায়েম পল্টু।

এসময় উপস্থিত ছিলেন গাংনীতে কর্মরত গণমাধ্যম কর্মী,শিক্ষক,সমাজ-সেবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন,সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে হত্যাকারীদের অভিলম্বে চিহ্নিত করতে হবে। সেই সাথে তাদের আটক করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন